চলতি মৌসুমে তিন হাজার ২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
Published : 20 Dec 2024, 08:25 PM
গত বছরের ৫৩ কোটি টাকা লোকসান নিয়ে ২০২৪-২৫ মৌসুমে আখ মাড়াই শুরু করল জয়পুরহাট চিনিকল।
শুক্রবার বিকালে ৬২তম আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর।
উদ্বোধন উপলক্ষে চিনিকল চত্বরে সমাবেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ গিয়াস উদ্দীন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব বক্তব্য দেন।
চলতি ২০২৪-২৫ মৌসুমে তিন হাজার দুই একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার টন আখ থেকে তিন হাজার ২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বাড়ানো হয়েছে। কুইন্টাল প্রতি মিল গেইটে আখের দাম ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭ টাকা দরে আখ কেনা হচ্ছে।
সেইসঙ্গে এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চাষিদের আখের মূল্য পরিশোধ করা হবে বলে জানান তিনি।