লরির ট্যাংকার ঝালাইয়ের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
Published : 18 Nov 2023, 11:13 PM
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জ্বালানি তেলবাহী লরির ট্যাংকার বিস্ফোরণে এক শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
শনিবার রাত ৮টার দিকে উপজেলা বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি নুর ইসলাম।
নিহতের নাম রতন (৩০)। আহতরা হলেন- নাহিদ (১৭) ও বাদশা (৪৫)। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি নুর ইসলাম বলেন, ওয়েল্ডিং শ্রমিক রতন তার সহযোগী নাাহিদকে নিয়ে একটি লরির ট্যাংকার ঝালাই করছিলেন। এ সময় হঠাৎ ট্যাংকার বিস্ফোরণে রতন, নাহিদ এবং পাশে থাকা বাসের হেলপার বাদশা আহত হন।
আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রতন মারা যায় বলে জানান ওসি নুর ইসলাম।