আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ দুইজনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 03 Dec 2023, 05:26 PM
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, রোববার সকালে উপজেলার গুনই গ্রামে এ সংঘর্ষ হয়।
পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আলী রাজন নামে একজনের পরিচয় জানা গেছে। তিনিসহ টেঁটাবিদ্ধ দুইজনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর বাকিরা হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, গুনই গ্রামে কালভাহার সরকারি বিলের দখল নিয়ে দুপক্ষের বিরোধ চলছিল।এ নিয়ে দুই পক্ষের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।