অভিযান চালিয়ে ময়মনসিংহের গৌরিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
Published : 17 Apr 2025, 02:23 PM
জামালপুর শহরে মাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহের গৌরিপুর থানার নাওভাঙ্গার চর থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়ে বলে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান।
গ্রেপ্তার মো. মঞ্জু শেখ (৪৩) শহরের হাটচন্দ্রা এলাকার তোতা মিয়া ও মঞ্জিলা বেগম জিরার (৬০) ছেলে।
ওসি আতিক বলেন, “বাড়ির গাছ বিক্রি করার নিয়ে পারিবারিক বিরোধের জেরে গত মঙ্গলবার সকালে মা মঞ্জিলা বেগম জিরাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মঞ্জু।
“এ সময় ফরিদ আলী নামে এক গাছি গুরুতর আহত হন। ফরিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
এ ঘটনায় নিহতের আরেক ছেলে মো. জীবন বাদী হয়ে ঘটনার দিনই হত্যা মামলা দায়ের কনে। এরপর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মঞ্জুকে গ্রেপ্তার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।