Published : 17 Dec 2024, 07:11 PM
ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে চালুর দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দারা।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা এ কর্মসূচির সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে আটকে দেন বিক্ষোভকারীরা।
এ ছাড়া বিক্ষোভকারীদের একটি অংশ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।
দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলপথে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ যাত্রা শুরু কর। উদ্বোধনের পর থেকে লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার পথে চলাচল করে ট্রেনটি।
নয় মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়ছে না। স্থানীয়দের দাবি পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার পথে ট্রেনটি চলাচল করবে।
‘সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের’ ব্যানারে অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমরেড শওকত হোসেন।
বক্তব্য দেন সাইদুজ্জামান কোয়েল, সংবাদকর্মী ফারুক হোসেন নিশাত, ফিরোজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান মহসীন, তাওহীদ, রুবায়েদ খন্দকার প্রান্ত, মেহেদী হাসান শুভ, আল আমিন এবং ফাইম।
সংবাদকর্মী ফারুক হোসেন নিশাত বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। পাশাপাশি বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ সময় হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী উপস্থিত ছিলেন।