“মধুগ্রামে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার একজন ছাত্রলীগ নেতাকে নিয়ে অর্থ বিতরণ করছিলেন। এ সময় আমাদের ছেলেরা প্রতিবাদ করে, সেখানে তেমন কিছুই হয়নি।”
Published : 13 Sep 2024, 07:14 PM
ফেনীর পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দিতে গিয়ে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর ব্যানারে আর্থিক সহায়তা প্রদানের সময় উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংঘর্ষ হয় বলে পরশুরাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার জানান।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মধুগ্রামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম দাউদের নেতৃত্বে এবং পরশুরাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছারের সঞ্চালনায় রফিকুল আলম মজনুর ব্যানারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা দেওয়া হচ্ছিল। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন যুবদলের আরেকটি পক্ষ হামলা চালায়।
এ সময় তারা অনুষ্ঠান স্থলের চেয়ার ভাঙচুর করে উপস্থিত নেতাকর্মীদের ওপর চড়াও চালায়। এতে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতা ইমন, আইয়ুব, রাব্বি, শাহাদাত, লিমন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় সুবার বাজারে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় এবং দফায় দফায় সংঘর্ষ চলে।
এ সময় সুবার বাজারে একাধিকবার মুখোমুখি সংঘর্ষে সেলিম সরকার দলের শাহিন, দিদার, আবুল হাশেম, রনি আলামিন, মোবারক, রাজন, সোহেলসহ অন্তত ১৫ জন আহত হয় বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় স্থানীয় সংবাদকর্মী আব্দুল মান্নান ভিডিও করার সময় কয়েকজন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা মান্নানের হাতে থাকা মোবাইল ভাঙচুর করে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার বলেন, “কেন্দ্রীয় নেতা মজনু ভাইয়ের ব্যানারে ওনার পক্ষে মধুগ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান ছিল। এ সময় উপজেলা বিএনপর আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের সমর্থিত একটি দল আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালায় এবং অনুষ্ঠান স্থলে চেয়ার ভাঙচুর ও আমাদের দলীয় কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।”
তবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল বলছেন, “মধুগ্রামে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার একজন ছাত্রলীগ নেতাকে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করছিলেন।
“এ সময় ছাত্রলীগ নেতাকে দেখে আমাদের ছেলেরা প্রতিবাদ করে, তবে সেখানে তেমন কিছুই হয়নি। আমরা ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেবসহ অন্যান্য উপজেলা ও জেলা নেতাদের বিষয়টি জানিয়েছি।”
পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, “সুবার বাজারে বিএনপির দুপক্ষের সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ বিষয় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”