তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Published : 16 Jan 2025, 05:48 PM
লক্ষ্মীপুরে অটোরিকশা চালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।
গ্রেপ্তাররা হলেন-সোহেল হোসেন, সোহাগ হোসেন, জহির উদ্দিন, মহিউদ্দিন, ইছমাইল হোসেন, মোশারেফ হোসেন, জিয়াউর রহমান বাবু, শিপন হোসেন, বেলাল হোসেন, মিরাজ হোসেন ও কামাল মোল্লা।
তারা লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি আব্দুল মোন্নাফ জানান।
সড়কে ফিটনেস ও লাইসেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান চালায়। এ সময় শহরের বাড়বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে অটোরিকশার চালকরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
চালকদের এলোপাতাড়ি মারধরে ট্রাফিক পুলিশের এএসআই সবুজ বড়ুয়া, কনস্টেবল ঝোটন ভট্টাচার্য ও মো. সুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।
এ ঘটনায় বুধবার রাতে ট্রাফিক পুলিশের এসআই মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এতে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৭০ জনকে আসামি করা হয় বলে ওসি আব্দুল মোন্নাফ জানান।