জামালপুরে ৭ই মার্চের অনুষ্ঠান না করায় মাদ্রাসার ক্রীড়ানুষ্ঠান পণ্ড

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে লাঞ্ছিত করার খবর পাওয়া গেলেও তিনি তা অস্বীকার করেছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 06:24 PM
Updated : 7 March 2023, 06:24 PM

৭ই মার্চের অনুষ্ঠান না করে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করায় জামালপুরে একটি মাদ্রাসায় বার্ষিক ক্রীড়ানুষ্ঠান পণ্ড করে দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

মঙ্গলবার সকালে জামালপুর সদরের বাদেচান্দি কে আই দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। 

এ সময় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানকে লাঞ্ছিত করার খবর পাওয়া গেলেও তিনি লাঞ্ছিত হওয়ার কথা অস্বীকার করেছেন।   

শরিফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লাবলু সাংবাদিকদের বলেন, সদরের বাদেচান্দি কে আই দাখিল মাদ্রাসায় ৭ই মার্চের অনুষ্ঠান না করে ক্রীড়ানুষ্ঠান শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান খান ক্রীড়ানুষ্ঠান শুরু করেন।

“এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধ করে এবং মাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচার করেন।” 

স্থানীয়দের ভাষ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাদ্রাসাটির সভাপতি হলেও ৭ই মার্চের অনুষ্ঠান না করে তিনি ক্রীড়ানুষ্ঠান করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।  এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাংচুরের ঘটনাও ঘটে। 

মাদ্রাসাটির সুপার মোজাফ্ফর হোসেন সাংবাদিকদের বলেন, ৭ই মার্চের কোনো অনুষ্ঠান না করে ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। 

লাঞ্ছিত হওয়ার কথা অস্বীকার করে আব্দুল মান্নান খান বলেন, দাওয়াত কার্ডে নাম না থাকার ঘটনা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে।