শিক্ষার্থীরা সড়ক ছাড়েন রাত সাড়ে ১১টায়; ততক্ষণে দুই লেনেই দীর্ঘ যানজট তৈরি হয়।
Published : 10 Mar 2025, 01:12 AM
যৌন নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান চেয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন রাত সাড়ে ১১টায়। এর মধ্যে সড়কের দুই লেনেই দীর্ঘ যানজট তৈরি হয়।
এর আগে রাত ১০টায় 'ধর্ষণবিরোধী মঞ্চের’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।
তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবস্থান নেন।
সেখানে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান। এছাড়া, দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগেরও আহ্বান জানান তারা।
মঞ্চের সহ-মুখপাত্র মালিহা নামলাহ বলেন, "যতক্ষণ পর্যন্ত কাঠামোগত পরিবর্তন না আসবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। ধর্ষকের শাস্তিসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। শিগগির আমরা সেগুলোও তুলে ধরব।"
অবরোধ চলাকালে প্রধান ফটকে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল হাসান।
তিনি বলেন, "শিক্ষার্থীদের আবেগের সঙ্গে আমরাও আছি। দেশের পরিস্থিতি ভালো না, পরিস্থিতি ঠিক রাখার জন্য সরকারের আরও কঠিন হওয়া উচিত।"