প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথা জানান তারা।
Published : 17 Jul 2023, 01:50 PM
গাইবান্ধার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন একটি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।
রোববার জ্যামাইকায় বাংলা বইমেলা চত্বরে ‘নিউ ইয়র্ক প্রবাসী গাইবান্ধাবাসী’ ব্যানারে এ দাবিতে মানববন্ধন করেন প্রবাসীরা।
সঞ্জীবন কুমারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌরসভার সাবেক কমিশনার নাজমা বেগম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে লেখা একটি স্মারকলিপি পাঠ করে শোনান ফাহমিদা চৌধুরী লুনা।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শরাফ সরকার, এম এ বাতিন, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ফাহিম রেজা নুর, ইব্রাহিম চৌধুরী খোকন এবং প্রগ্রেসিভ ফোরামের সহ সভাপতি জাকির হোসেন বাচ্চু।
তারা অভিযোগ করেন, ‘বধ্যভূমির উপর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাব কোনভাবেই সুবিবেচনা ও গ্রহণযোগ্য হতে পারে না। প্রভাবশালী ও সুযোগসন্ধানী একটি মহল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে অশুভ পাঁয়তারা চালাচ্ছেন।’
সম্প্রতি একই দাবিতে গাইবান্ধায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে।