বাংলা চলচ্চিত্রের প্রসারে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান অভিনেতা মাহফুজ আহমেদ।
Published : 06 Aug 2023, 01:21 AM
মাহফুজ আহমেদ ও শবনম বুবলী জুটির প্রথম সিনেমা ‘প্রহেলিকা’ মুক্তি পেলো অস্ট্রেলিয়ায়।
শনিবার থেকে দেশটির ছয়টি শহরে এটি প্রদর্শিত হচ্ছে বলে জানায় অস্ট্রেলিয়ায় চলচ্চিত্রটির পরিবেশক ‘পথ প্রডাকশন’ ও ‘দেশি ইভেন্টস’।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির শেরাটন হোটেলে এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেন তারা।
‘প্রহেলিকা’র মাধ্যমে কয়েক বছর বিরতির পর অভিনয়ে ফিরেছেন মাহফুজ, এখানে তার চরিত্রের নাম ‘মনা’। সিনেমায় মাহফুজের নায়িকা শবনম বুবলী।
সংবাদ সম্মেলনের শুরুতে মাহফুজ আহমেদ উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারপর রাতের খাবারের পাশাপাশি চলে ঘরোয়া আড্ডা।
মাহফুজ জানান, দীর্ঘ আট বছরের বিরতির পর প্রহেলিকার মনা আবার তাকে চলচ্চিত্রে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রহেলিকার চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই তিনি স্থির করে ফেলেন এতে অভিনয় করার বিষয়টি। তিনি মনে মনে এতদিন যেন ঠিক এমনই একটি চরিত্র খুঁজে ফিরছিলেন, যেখানে নিজেকে ভেঙে আবারও নতুন রূপে আবিষ্কার করবেন।
মাহফুজ বলেন, “সামনে বাংলা সিনেমার সুদিন আসছে। আমরা খেয়াল না করলেও একদল তরুণ প্রজন্ম আমাদের অজান্তেই এই মাধ্যমে এসেছে এবং বিশ্বমানের সব কাজ উপহার দিচ্ছে। এখন আমাদের দেশে অনেক আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তৈরি হচ্ছে। ওটিটি প্লাটফর্ম সহজলভ্য হয়ে আসাতে এখন আর আপনি চাইলেই দর্শককে মানহীন চলচ্চিত্র দেখতে বাধ্য করতে পারবেন না। এখন মানসম্পন্ন কাজ হচ্ছে বলেই ঈদের চলচ্চিত্রগুলো তিন সপ্তাহ পেরিয়ে এখনও দাপটের সঙ্গে হলগুলোতে প্রদর্শিত হচ্ছে।”
চলচ্চিত্রের বাজেট বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, “একটা ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য একটা বড় বাজেট অবশ্যই পূর্বশর্ত। কিন্তু সেটাই একমাত্র চাবিকাঠি নয়। ভালো চিত্রনাট্যও অনেক গুরুত্বপূর্ণ, যেটা প্রহেলিকা দেখার পর দর্শকরা উপলব্ধি করতে পারবেন।”
ইরান এবং কোরিয় চলচ্চিত্রের উদাহরণ টেনে তিনি বলেন, “চলচ্চিত্রের ক্ষেত্রে ভাষা আসলে কোন বাধা নয়। কারণ বিশ্বব্যাপী এসব দেশের চলচ্চিত্রের ভিউ অনেক বেশি। এখানে মানই আসল মানদণ্ড।”
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে মাহফুজ বলেন, “মানুষ যেমন সাঁতার একবার শিখলে কখনোই ভুলে যায় না, তেমনি অভিনয় মানুষ একবার শিখলে কখনোই সেটা ভুলে যায় না।”
বাংলা চলচ্চিত্রের প্রসারে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ অভিনেতা আরও বলেন, “আপনারা হলে এসে বাংলা চলচ্চিত্র দেখবেন। তাহলে একসময় বাংলা চলচ্চিত্র বিশ্বময় রাজত্ব করবে। ওটিটিতে যতই মুক্তি পাক, চলচ্চিত্রের আসল জায়গা হলো সিনেমা হল। ওটিটির সময়েও দেশের হলগুলো টিকে থাকবে।”
মাহফুজ-বুবলি ছাড়াও প্রহেলিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামান। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।