মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাজীব (৩৬) উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা এবং নিহতদের আত্মীয়।
Published : 20 Apr 2025, 07:37 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রোববার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) হামিদুল ইসলাম দুলাল।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাজীব কুমার ভৌমিক (৩৬) উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিকের ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৪ সালের ২৭ জানুয়ারি টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র্র করে তাড়াশ উপজেলার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলাকেটে হত্যা করেন রাজীব (৩৪)। বিকাশ সরকারের আপন বোনের ছেলে রাজীব।
এ ঘটনায় স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা করেন। পরে মোবাইল ফোন থেকে পাওয়া মামা-ভাগ্নের কথোপকথনের সূত্র ধরে রাজীবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।
রাজীব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আইনজীবী বলেন, আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।