সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর দিচ্ছে বলে জানান তিনি।
Published : 25 Jan 2025, 11:00 PM
জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ৫ অগাস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনকে তারা বিভিন্নভাবে বেগবান করেছেন, এই কাজের প্রতিদান দিতে চায় অন্তর্বর্তী সরকার।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এক সভায় একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজমান উইমেন্স অ্যাসোসিয়েশনে আয়োজিত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “প্রবাসীদের কথা চিন্তা করে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এয়ারপোর্টে হয়রানি বন্ধসহ প্রবাসীদের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার ইতিমধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন। এ বিষয়টি বাস্তবায়ন হলে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে আসিফ আরও বলেন, “আমাদের নিজেদের ভেতর প্রতিযোগিতা থাকবে, কিন্তু সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশকে তার গৌরবোজ্জ্বল সময়ে পৌঁছে দিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।”
কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুব সৈনিক। বিশেষ অতিথি ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল-নুয়াইমি, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথির একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া, আয়োজনের সমন্বয়ক সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব শিবলী আল সাদিক, শরাফত আলী ও মীর কামাল।