Published : 17 Apr 2025, 12:45 PM
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী কবিতাপাঠের আয়োজন।
মানবিক প্রতিবাদ ও কাব্যিক চেতনায় মুখরিত এই অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোটোকাগজ ‘স্রোত’।
মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্রোত’-এর সম্পাদক কবি বদরুজ্জামান জামান। এতে অংশ নেন প্যারিসপ্রবাসী কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী ও সাংবাদিকরা।
প্রতিবাদী কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন—আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, সংগীতশিল্পী কুমকুম সাইদা, কবি সোহেল আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম, পুঁথিকবি কাব্য কামরুল, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল, মোহাম্মদ আব্দুল হামিদ, কবি সেলিম উদ্দিন, সাংবাদিক নাজমুল হক, সাদিকুর রহমান সুমন ও উজ্জ্বল খান।
আয়োজনে পঠিত কবিতায় উঠে আসে গাজার ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বিশ্ব নেতৃত্বের নীরবতা এবং মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান। কবিরা তাদের স্বরচিত কবিতায় গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন।
সাংস্কৃতিক এই প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন, “অস্ত্রের বিরুদ্ধে কলমের, নৈরাশ্যের বিরুদ্ধে কাব্যের প্রতিবাদ আজ সময়ের দাবি। গাজার নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোই এখন মানবিক দায়িত্ব।”