বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে লন্ডনে রবীন্দ্রজয়ন্তী

বাংলাদেশ-ভারত মৈত্রী এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে এ আয়োজন করা হয়।

সৈয়দ নাহাস পাশাযুক্তরাজ্য থেকে
Published : 2 June 2023, 11:29 AM
Updated : 2 June 2023, 11:29 AM

বাংলাদেশ-ভারত মৈত্রী এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী।

বুধবার ‘রবীন্দ্রনাথ ও প্রকৃতি’ শিরোনামে এ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ এবং ভারতের হাই কমিশন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন স্থাপন করেছে। বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবিগুরুর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করেছেন।”

যুক্তরাজ্যে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সুন্দরভাবে মানুষ ও প্রকৃতির সম্পর্ককে চিত্রিত করেছে। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সৌহার্দ্য আরও গভীর করতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন।”

অনুষ্ঠানে গান শোনান বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ভারতের রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিরুদ্ধ কুমার ঘোষাল। রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি অনুবাদ আবৃত্তি করেন শম্পা রেজা। ঋতুভিত্তিক রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ পরিবেশন করেন ব্রিটিশ-বাংলাদেশি নৃত্যশিল্পী সৌমী দাশ ও তার সহশিল্পীরা।