এতে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত নেতারা শপথ নেন।
Published : 24 Feb 2025, 12:43 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন শেরপুর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় হিলসাইডে একটি পার্টি হলে সংগঠনটির নতুন কর্মকর্তারা শপথ নেন।
২০২৫-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নাহিদ রায়হান লিখন। প্রধান অতিথি ছিলেন এইচ এম জামিল। বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, শেরপুর সমিতির সাবেক সভাপতি মামুন রাশেদ, জান্নাত আরা রহমান, অভিষেক উৎসবের জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাসেল, সদস্য সচিব নাইস চৌধুরী, সদস্য লিটন জামান ও খন্দকার মেহেদী হাসান।
নতুন কমিটির নেতারা হলেন- সভাপতি প্রদোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ছায়েদুল হক ঝন্টু, জ্যেষ্ঠ সহ সভাপতি মো আক্তারুজ্জামান ও সাবেরা জামান চৌধুরী, সহ-সভাপতি মো. আল আমিন ও এস এম আসাদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন জামান, কোষাধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক মোছা সাবিনা ইয়াসমিন, প্রচার ও দপ্তর সম্পাদক সিহাব আহমেদ কিবরিয়া।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মোস্তফা সাদী, মো. শহিদুল আলম শাহীন ও রেখা জামান চৌধুরী।
অনুষ্ঠানে সাবেক কমিটির কয়েকজনকে সম্মাননা পদক দেওয়া হয়। গান পরিবেশন করেন শিল্পী শাহ মাহমুদ ও রোকসানা মির্জা।