রাস্তায় অনেক যানবাহন হর্ন বাজিয়ে ধীর গতিতে চলে সংহতি জানায়।
Published : 15 Aug 2024, 02:19 PM
বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে ‘কঠোর’ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসীরা।
হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানে হামলা-নির্যাতন ঠেকাতে রোববার বিকেলে শহরের সিএনএন ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।
‘গ্রেটার ক্যালিফোর্নিয়া হিন্দু কমিউনিটি’ আয়োজিত এ বিক্ষোভে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ ক্যালিফোর্নিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ ও স্টেট আওয়ামী লীগসহ প্রবাসী সংগঠনগুলো অংশ নেয়।
নারী-পুরুষ, এমনকি শিশু-কিশোররাও বিভিন্ন ফ্লায়ার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে উপস্থিত হন। স্লোগান তোলেন, ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’, ‘আমার মা কাঁদে কেন জবাব চাই’, ‘আমার ভাই মরলো কেন জবাব চাই’, ‘হিন্দু মন্দির ভাঙলো কেন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিজ’ ইত্যাদি।
শহরের ব্যস্ততম এ সড়কে চলাচলকারী অনেক যানবাহন ধীর গতিতে সিএনএন ভবন অতিক্রম করার সময় হর্ন বাজিয়ে সংহতি জানায়।