ভারত মহাসাগরের এ দ্বীপ দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি রয়েছেন।
Published : 04 Sep 2024, 01:54 PM
মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের মধ্যে করণীয় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দূতাবাস ভবনের কনফারেন্স রুমে এ বৈঠকে অংশ নেন হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ, বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা।
ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপে অভিবাসন সমস্যা নিরসনে অবৈধ অভিবাসীদের ধরতে দেশজুড়ে ধারাবাহিকভাবে ‘অপারেশন কুরাঙ্গি’ নামে যৌথ অভিযান চালাচ্ছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিদিনই আটক হচ্ছেন ‘বিভিন্ন অপরাধের সঙ্গে’ জড়িত বাংলাদেশিরাও।
এতে দেশটিতে থাকা প্রায় দেড় লাখ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বৈঠকে জানানো হয়, বাংলাদেশিরা মূলত আটক হচ্ছেন দেশটির আইন পরিপন্থি, কাজের ভিসায় এসে ব্যবসা করার দায়ে।
এর প্রতিকার কী বা কীভাবে বৈধ হয়ে কাজ ও ব্যবসা করা যায় এমন বেশ কিছু বিষয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা হাই কমিশনারের কাছে পরামর্শ চান।
হাই কমিশনার বলেন, “বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। কূটনৈতিক দক্ষতার কারণেই মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হয়েছিলো। সাময়িক বন্ধ থাকলেও খুব দ্রুতই আবার চালু হতে যাচ্ছে। তবে মুষ্টিমেয় কিছু অসাধু চক্রের কারণে বর্তমানে এই সমস্যা দেখা দিয়েছে, খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
গত ডিসেম্বরে ‘পিপলস ন্যাশনাল কংগ্রেস’ মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসন মোকাবেলার উদ্যোগটি সামনে আসে। জুলাই মাসে দেশটির মন্ত্রিপরিষদে এটি উপস্থাপিত হলে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জ তা অনুমোদন করেন। এতে বলা হয় স্থানীয় নাগরিকদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ অবস্থায় অবৈধ মাদক ও ডলার ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রবাসীদের বিরত থেকে বৈধভাবে রেমিট্যান্স পাঠানো ও কর্মক্ষেত্রে দেশটির আইন মেনে চলার আহ্বান জানান হাই কমিশনার। সেইসঙ্গে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা ও বন্যার্তদের পাশে দাঁড়াতেও পরামর্শ দেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ, শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি, ব্যবসায়ী মো. আলতাফ হোসেন, শফিকুল ইসলাম ও মো. হাফিজ প্রমুখ।