বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এতোদিন ‘নিষেধাজ্ঞায়’ ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
Published : 04 Oct 2024, 09:57 PM
যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্সে একটি মিলনায়তনে নিজের একক সংগীতানুষ্ঠানে একথা জানান তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী বলেন, “বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় বাংলাদেশে এক ধরনের নিষেধাজ্ঞার আঁচলে বাধা পড়েছিলাম। তেমন অবস্থায় ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম নীলফামারী-৪ আসন থেকে। মনোনয়ন না পেয়ে হতাশ হলেও ক্ষমতাসীন সরকারের দমন-পীড়নের কারণে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। আশা করছি আগামী সপ্তাহে দেশে ফিরতে পারবো।”
প্রবাসের মঞ্চে দেখা গেলেও দেশের ভক্তদের সামনে গাইতে না পাওয়ার ‘দুঃখবোধে জর্জরিত’ থাকতেন বলে জানান ২০০২ ও ২০০৩ সালে বাচসাস পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তিনি নিউ ইয়র্কেও দলের বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও।
বেবী নাজনীনের এই একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে তার ফ্যানস ক্লাব। উপস্থাপন করে ‘আশা গ্রুপ অফ কোম্পানিজ’।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। উপস্থিত ছিলেন আশা গ্রুপ অব কোম্পানিজের মালিক এবং সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক আকাশ রহমান।
আরও উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, আক্তার হোসেন বাদল, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, আরিফ চৌধুরি ও সোহাগ আজম।