জামায়াত-পুলিশ সংঘর্ষ: ৪ থানায় ৫ মামলা

সরকারি কাজে বাধা, ভাঙচুর ও বিস্ফোরক আইনের এসব মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2022, 01:42 PM
Updated : 31 Dec 2022, 01:42 PM

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির কর্মসূচির সঙ্গে মিলে শুক্রবার ঢাকায় মিছিল বের করে জামায়াত ইসলামী; এতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৪টি থানায় ৫টি মামলা হয়েছে।

সরকারি কাজে বাধা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে এসব মামলা করেছে পুলিশ।

এর মধ্যে শুক্রবার রাতেই খিলগাঁও থানায় দুটি, শাহজাহানপুর, রমনা ও রামপুরা থানায় একটি করে মামলা হয়; পাঁচ মামলায় ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিন জুম্মার নামাজের পর রাজধানীর মালিবাগ-মৌচাক এলাকায় সমাবেশ ও মিছিল বের করে জামায়াত। অনুমতি না নিয়ে কর্মসূচিতে নামায় পুলিশের বাধার মুখে পড়তে হয়।

সংঘর্ষে পুলিশের ১১ জন সদস্য আহত হন বলে জানান নগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক; আহতদের অনেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার থানায় দুটি মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার একটি মামলায় তারা তিনজনকে গ্রেপ্তার করেছেন।

এছাড়া পুলিশের কাজে বাঁধা ও হামলার ঘটনায় শাহজাহানপুর থানার আরেক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে; অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মালো জানান।

এছাড়া বিস্ফোরক ও সরকারি কাজে বাঁধা ও মারধরের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

Also Read: জামায়াত অনুমতি না নিয়েই মিছিল বের করে: ডিএমপি কমিশনার

Also Read: ঢাকায় জামায়াতের ‘গণমিছিল’, গ্রেপ্তার ১১