অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Published : 13 Dec 2023, 07:12 PM
নির্বাচনে অংশ নিতে আগ্রহী আরও তিন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে অভিযোগ আসায় তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তথ্য যাচাইয়ের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ইসির এ সংক্রান্ত নির্দেশনাসহ আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠি পররাষ্ট্র সচিবকে পাঠানো হয়েছে।
ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদ ও বরিশাল-৪ আসনে বাছাইয়ে বাদ পড়া আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অন্য প্রার্থীদের অভিযোগ পাওয়ার পর ঢাকায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তথ্য যাচাইয়ে এ উদ্যোগ নেওয়া হয়।
ফরিদপুর সদরে নৌকার শামীম বৈধ প্রার্থী কি না, ইসির আদেশ শুক্রবার
প্রার্থিতা: সস্ত্রীক সাদিক আব্দুল্লাহর দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়েছে ইসি
শামীমের বিষয়ে নেদারল্যান্ডস, আজাদের বিষয়ে যুক্তরাষ্ট্র ও শাম্মীর বিষয়ে অস্ট্রেলিয়া দূতাবাসে তথ্য জানতে চাওয়া হয়েছে।
তিন জনের প্রার্থিতার বিষয়েই ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে ইসি।
এর আগে সাদিক আব্দুল্লাহর যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তথ্য চেয়েছেন নির্বাচন কমিশন।
দ্বৈত নাগরিক হলে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে নির্বাচনি আইনে।
ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শামীম হক মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত (নেদারল্যান্ডস) তথ্য গোপন করেছেন বলে ইসিতে আপিলের সময় অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আজাদ।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, “এই অবস্থায় নির্বাচন কমিশনের সদয় নির্দেশনা মোতাবেক ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় শামীম হকের নেদারল্যান্ডসের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরিভিত্তিতে আগামী ১৪ ডিসেম্বর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।”
আজাদের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিত্বের বিষয়ে কমিশনে অভিযোগ করেন নৌকার প্রার্থী শামীম। তার বিষয়েও মার্কিন দূতাবাসের মাধ্যমে ১৪ ডিসেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
অপরদিকে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ। রিটার্নিং অফিসার যাচাই বাছাইকালে শাম্মীর মনোনয়নপত্র বাতিল করেন। ওই বাতিল আদেশের বিরুদ্ধে শাম্মী নির্বাচন কমিশনে আপিল করেন।
ইসি এ বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় ১৪ ডিসেম্বরের মধ্যে তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেয় অপর চিঠিতে।