আওয়ামী লীগের শামীম হক ও স্বতন্ত্র এ কে আজাদ একে অপরের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছেন।
Published : 13 Dec 2023, 05:13 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষ হলেও আদেশ দেওয়া হয়নি।
আগামী শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির চতুর্থদিনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আপিলের শুনানি নিয়ে বুধবার এই সিদ্ধান্ত জানায়।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের কর্ণধার আজাদ বলেন, “শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। একজন বিদেশি নাগরিক হওয়ায় শামীম সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারে না, তিনি প্রার্থী হিসেবে অযোগ্য।”
তিনি জানান, শুনানির সময় দুই পক্ষ নিজেদের কাগজপত্র নির্বাচন কমিশনের সামনে দাখিল করেন। পরে নির্বাচন কমিশন থেকে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেগুলো যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত জানানো হবে।
এ কে আজাদ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। ক্ষমতাসীন দল শামীমকে বাছাই করলে স্বতন্ত্র প্রার্থী হন আজাদ।
আজাদ ও শামীম- দুই জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন কিন্তু দুজনই এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
শামীমের দাবি আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক, আজাদের দাবি, শামীমের নাগরিকত্ব আছে নেদারল্যান্ডসে।
গত ৮ ডিসেম্বর কে আজাদের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া আপিল আবেদনটি জমা দেন।
শামীম হক তখন বলেছিলেন, এক সময় তার নেদারল্যান্ডসের পাসপোর্ট ছিল। ভোট করার সিদ্ধান্ত নেয়ার পর তিনি তা প্রত্যাহারের আবেদন করেছেন। প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে আছে।
শুনানি শেষে এ কে আজাদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, “শামীম হক ২০২১ সালে বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার জন্য উনি যে আবেদন করেন, সেখানে উনি ঘোষণা দেন উনি নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন। সেটাই আমরা কমিশনের সামনে উপস্থাপন করি। কিন্তু তিনি যে ডাচ নাগরিক ছিলেন সেটি অস্বীকার করছেন। তবে তিনি বলছেন, তিনি নেদারল্যান্ডসের নাগরিকত্ব পরিহার করেছেন। তিনি তার পক্ষে কাগজপত্র দিয়েছেন।”
দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চতুর্থ দিনের শুনানি হয়েছে। আরও দুই দিন চলবে এই আপিল শুনানি।
ইসির শুনানি: চতুর্থ দিন প্রথম তিন ঘণ্টায় প্রার্থিতা ফিরে পেলেন ২৪ জন