এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৭ জন।
Published : 04 Oct 2022, 08:47 PM
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য ফরিদপুর-২ আসনে সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।
মঙ্গলবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, “ফরিদপুর-২ আসনে শাহদাব আকবরকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।”
লাবু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে উপনির্বাচনে নৌকার টিকেট আমাকে দিয়েছেন।
“আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আমি যেন আমার মায়ের (সৈয়দা সাজেদা চৌধুরী) ও আমার নেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে পারি।”
নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী।
‘সাহসী, নিবেদিতপ্রাণ’ সাজেদা চৌধুরীকে স্মরণ সহযোদ্ধাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন এই নেত্রী ২০০৯ সাল থেকে সংসদ উপনেতার দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে শূন্য আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে লাবুর আরেক ভাই আয়মন আকবর বাবলু চৌধুরীও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।
সাজেদার দুই ছেলে ছাড়াও ক্ষমতাসীন দলের প্রার্থী হতে চাইছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা মিলিয়ে ১৫ জন।
তাদের মধ্য থেকে আওয়ামী লীগ লাবু চৌধুরীকেই বেছে নিল।
আগামী ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ সময় ১৯ অক্টোবর।
এ উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ায় তাদের কোনো প্রার্থী থাকার সম্ভাবনা নেই। আর কোনো প্রার্থী না থাকলে লাবু চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।