এভারকেয়ারে ভর্তি হলেন মির্জা আব্বাসও

এর ৪ ঘণ্টা আগে সেখানে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2023, 02:01 PM
Updated : 15 Jan 2023, 02:01 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার দুপুরে তাকে ঢাকার বসুন্ধরায় ওই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনিয়মিত হৃৎকম্পন, সর্দি-কাশির কারণে শারীরিক অসুস্থবোধ করায় চিকিৎসকদের পরামর্শক্রমে উনাকে (মির্জা আব্বাস) আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন। তার বিভিন্ন চেকআপ করা হচ্ছে।”

অসুস্থ স্বামীর আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এর আগে মির্জা আব্বাস ২০২১ সালের ১৬ নভেম্বর বুকে ব্যাথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ভর্তি হয়েছিলেন।

এদিকে রোববার সকাল সাড়ে ১০টায় এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হন বিএনপি মহাসচিব ফখরুল।

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, “সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে এভারকেয়ার হাসপাতালে মহাসচিবকে ভর্তি করা হয়।”

তিনিও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন।

বিএনপির এ দুই নেতাই উচ্চ আদালতের জামিনে গত ৯ জানুয়ারি কারামুক্ত হন। মুক্তির পর থেকে তারা দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছিলেন।

সবশেষ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভাতেও তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশের তিন দিন আগে নয়া পল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পর ভোর রাতে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল এবং শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

Also Read: মির্জা ফখরুল হাসপাতালে

Also Read: এক মাস পর ছাড়া পেলেন ফখরুল-আব্বাস

Also Read: কারাগারে ফখরুল-আব্বাসকে ডিভিশন দেওয়া হয়েছে, জানাল রাষ্ট্রপক্ষ

Also Read: নয়া পল্টনে সংঘর্ষ: উসকানির অভিযোগে গ্রেপ্তার ফখরুল ও আব্বাস

Also Read: ‘বুকে ব্যথা নিয়ে’ এভারকেয়ারে ভর্তি মির্জা আব্বাস