‘বুকে ব্যথা নিয়ে’ এভারকেয়ারে ভর্তি মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ‘বুকে ব্যথা নিয়ে’ হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2021, 03:19 AM
Updated : 17 Nov 2021, 03:19 AM

মঙ্গলবার গভীর রাতে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার একান্ত সহকারী আসিফ সোহান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহান বলেন, রাতে হঠাৎ উনার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তখন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।”

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে ভর্তি করে নেওয়া হয়। এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে।

“উনার অবস্থা এখন আগের চেয়ে একটু ভালো। উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।”

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে মির্জা আব্বাসকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গত ১৩ নভেম্বর থেকে একই হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তিনিও ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।

ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রীও ছিলেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বলেন জানান একান্ত সচিব সোহান।