বিএনপিকে ‘উচিত শিক্ষা’ দিতে যুবলীগই যথেষ্ট: হানিফ

“এদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না," বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 05:24 PM
Updated : 13 May 2023, 05:24 PM

নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।  

তিনি বলেছেন, “বিএনপির বাংলাদেশের জনগণের ওপর ভরসা নাই। এই কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে গিয়ে ধরনা ধরছে। যদি এদেশের জনগণ বিএনপির সাথে থাকতো, তাহলে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হত না। তাদের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিত। 

"অতীতে বিএনপি-জামাতের আন্দোলনকে যুবলীগের নেতাকর্মীরা যেভাবে প্রতিহত করেছিল, আগামী দিনেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে তাদের সন্ত্রাসীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।" 

সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, "বিএনপি জামাতের সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। যারা সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, মাদককারবারি- তাদেরকে নিয়ে তারা পল্টনে সমাবেশ করছে।  

"আজকে শেখ হাসিনার প্রসংশা সারা বিশ্বে। যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্ব ব্যাংকের সভাপতির হাতে নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতুর স্কেচ তুলে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।” 

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ বক্তব্য রাখেন।