“সরকার মিথ্যা প্রচারের জন্য বিশ্বে সাতশত এজেন্ট নিয়োগ করেছে। এখন বের হয়ে গেছে, এগুলো সব ভুয়া,” বলেন তিনি।
Published : 10 Feb 2024, 03:41 PM
অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
তিনি বলেছেন, “টালবাহানা না করে ক্ষমতা ছাড়ুন। চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। না গেলে ঝাঁটাইয়া বিদায় করব।”
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
অবাধ সুষ্ঠু নির্বাচন এ সরকারের অধীনে হবে না দাবি করে তিনি বলেন, “আপনার অধীনে আমরা নির্বাচনে যাব না। ভদ্রভাবে ক্ষমতা থেকে নেমে গিয়ে অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিন।"
রব বলেন, “সরকার মিথ্যা প্রচারের জন্য বিশ্বে সাতশত এজেন্ট নিয়োগ করেছে। এখন বের হয়ে গেছে, এগুলো সব ভুয়া। ভুয়া সরকার ভুয়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “ডেপুটি অ্যাটর্নি জেনারেল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে আশ্রয় চেয়েছেন। এ থেকে বোঝা যায়, দেশের অবস্থা কোথায় গেছে! ড. ইউনুস রাজনীতিতে সক্রিয় না হওয়া সত্ত্বে তাকে ভয় পাচ্ছে সরকার। তার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিতে উঠে পড়ে লেগেছে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, “এক তরফা নির্বাচনের জন্য বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের অপচেষ্টা চলছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)