ব্যাটালিয়ান আনসার সদস্যদেরকে গ্রেপ্তার ও তল্লাশির ক্ষমতা দেওয়ার পরিকল্পনাকে ‘ভয়াবহ দুশ্চিন্তার ও আতঙ্কের বিষয়’ উল্লেখ করে জাতীয় সংসদে তোলা বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সারা পৃথিবীতে পুলিশকেই প্রতিষ্ঠান হিসেবে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়। এখানে আপনার আনসারকে ক্ষমতা দেয়া হবে, যাদের সেসিক ট্রেইনিংগুলো পর্যন্ত নেই।”
বিএনপি নেতার দৃষ্টিতে আনসার বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের চিন্তা থেকেই সরকারের এই উদ্যোগ নিয়েছে।
আগের দিন সংসদে তোলা হয় আনসার ব্যাটালিয়ন বিল ২০২৩। বিলের প্রস্তাব অনুযায়ী, ঊধর্তন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা পাচ্ছে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। পাশাপাশি বাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করলে তিন দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সেটিকে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘‘এটার আমরা নিন্দা জানাচ্ছি এবং এই বিল যেন পাস না হয় তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”
বিএনপি নেতার অভিযোগ, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিচ্ছে… প্রতিষ্ঠানগুলোতে নষ্ট করে দিচ্ছে। এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘‘পুলিশিং কিন্তু আলাদা জিনিস… এখানে সব কিছু কোড অব কনডাক্ট আলাদা, আইন আলাদা সব কিছু আলাদাভাবে পরিচালিত হয়। আনসারের কাজটা এমন না… তারা একটা ভিন্ন প্রতিষ্ঠান।“
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আনসার বাহিনীর আধুনিকায়ন করেছিলেন দাবি করে ফখরুল বলেন, “এখন এটার যে রাজনীতিকরণ… এটা করার যে ব্যবস্থা নিতে যাচ্ছে, তা আবার আইন করে... এটা নিন্দনীয়।”
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ও যুব দলের সহআইন বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকীও উপস্থিত ছিলেন।