ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
Published : 13 Dec 2023, 09:21 PM
কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নাম ঋণ খেলাপির তালিকাতেই রাখল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
এর ফলে সালাহউদ্দিন আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট আহসানুল করিম।
জনতা ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
শাহ মঞ্জুরুল পরে সাংবাদিকদের বলেন, “এই আদেশের ফলে সালাহউদ্দিন আহমেদ ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।”
আদালতের এ রায়ের পর সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ ডিসেম্বর ইসিতে আপিলের শুনানি হবে।
এর আগে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এরপর সালাউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত তাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়।
অর্থঋণ আদালতের এ আদেশ স্থগিত চেয়ে হাই কোর্টে রিট করে জনতা ব্যাংক। রিটের শুনানি নিয়ে হাই কোর্ট অর্থ ঋণ আদালতের আদেশ স্থগিত করে।
সালাহউদ্দিন হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার আদালতে তা শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়, যার শুনানি হয় বুধবার।
সেই আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।