তফসিল: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খিচুড়ি ভোজ

শনিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে ক্ষমতাসীন দলটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 11:57 AM
Updated : 16 Nov 2023, 11:57 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন খিচুড়ি ভোজের আয়োজন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

বিএনপির অবরোধের মধ্যে রোজকারের মতো বৃহস্পতিবারও বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান কর্মসূচিতে সরব ছিলেন নেতাকর্মীরা। দুপুরে গিয়ে দেখা যায়, সেখানে খিচুড়ি বিতরণ করছেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

বড় বড় পাতিলে সেই খিচুড়ি আনা হয়েছে একটি পিকআপ ভ্যানে। সারিতে দাঁড়িয়ে প্লাস্টিকের থালায় খাবার নিচ্ছেন নেতাকর্মীরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।  শনিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ।

সরকার পতনের দাবিতে বিএনপিসহ বিরোধীদের আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন ক্ষমতাসীরা। তবে তফসিলের পরের দিন নিয়মিত শান্তি সমাবেশ ও অবস্থানের পাশাপাশি তাদের খিচুড়ি ভোজ করতে দেখা গেছে।

বৃহস্পতিবার নেতাকর্মীদের উপস্থিতি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সেখানে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমদ মনাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।