বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফিরলেও সেখানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন দলের আরেক নেতা মির্জা আব্বাস।
সোমবার রাতে হাসপাতালের ছাড়পত্র নিয়ে মির্জা ফখরুল উত্তরার বাসায় ফিরেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানিয়েছেন।
আগের চেয়ে সুস্থ বোধ করার কথা জানিয়ে ফখরুল বলেন, “গতকাল (সোমবার) বাসায় ফিরেছি। এখন অনেকটা বেটার ফিল করছি। ডাক্তাররা বলেছেন ওষুধপত্রগুলো নিয়মমাফিক খেতে। রেস্টের কথা বলেছেন, চাপ কম নিতে বলেছেন।
“তবে রাজনীতিবিদদের তো রেস্ট বলে কিছু নেই। কিছু করার নেই। এভাবে চলতে হবে।”
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ‘ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে’ ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন ফখরুল ইসলাম আলমগীর। এই রোগের চিকিৎসার জন্য প্রতি বছরই তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
রোববার শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি মহাসচিব। সেদিনই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওই হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালটির চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ফখরুলের চিকিৎসা চলছিল। মির্জা আব্বাসও বর্তমানে একই চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
মির্জা আব্বাসের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “উনি কিছুটা সুস্থ। তবে উনার কাশি এখনো রয়েছে। সেজন্য চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।”
মির্জা আব্বাসকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানান রফিকুল।
ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশের তিন দিন আগে নয়া পল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পর ভোর রাতে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল এবং শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কারাগারে থাকার পর গত ৯ জানুয়ারি আব্বাস সর্বোচ্চ আদালতের জামিনে মুক্ত হন বিএনপির এই জ্যেষ্ঠ দুই নেতা।
আরও খবর-