স্প্যানিশ জায়ান্টদের হয়ে কাজ শুরু করতে মুখিয়ে আছেন এই জার্মান কোচ।
Published : 29 May 2024, 08:37 PM
শাভি এর্নান্দেসের কোচিংয়ে বার্সেলোনার মৌসুমটা কেটেছে শিরোপাহীন। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারকে বিদায় জানিয়ে তারা দলের দায়িত্ব তুলে দিয়েছে হান্সি ফ্লিকের হাতে। আগামী মৌসুমে দলকে সাফল্যের পথে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ তার সামনে। কোচ হিসেবে বায়ার্ন মিউনিখকে সাতটি ট্রফি জেতানো ফ্লিক প্রত্যয়ী কণ্ঠে বলেছেন, সাফল্যের ওই ধারা বার্সেলোনাতেও বয়ে আনতে চান তিনি।
দুই বছরের চুক্তিতে ৫৯ বছর বয়সী ফ্লিককে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার কথা বুধবার জানায় বার্সেলোনা। কয়েক মাসের নাটকীয় পালাবদলে গত শুক্রবার বরখাস্ত করা হয় শাভিকে।
২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন ফ্লিক। নতুন দায়িত্ব নিয়ে বার্সা টিভিকে তিনি বলেন, এই ক্লাবের কোচ হওয়াটা তার কাছে স্বপ্নের এবং সম্মানের। কাজ শুরু করতে তর সইছে না তার।
“অসাধারণ এই ক্লাবের হয়ে কাজ শুরু করার জন্য আমি উন্মুখ। এখানে আসার পর থেকে দেখেছি যে, সবাই এই ক্লাবটিকে ভালোবাসে এবং সাফল্যের জন্য তাদের সেরাটা দেয়।”
“অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের দারুণ মিশ্রণ আছে দলে। আমি মনে করি, আমাদের উন্নতি করার জন্য কাজ করতে হবে... বায়ার্ন মিউনিখের হয়ে আমি কয়েকটি শিরোপা জিতেছি এবং সাফল্যের এই পথচলা বার্সেলোনায় অব্যাহত রাখতে চাই। একসঙ্গে আমরা অনেক কিছু অর্জন করতে পারি।”
জার্মান কোচ ফ্লিকের কোচিংয়ে ২০১৯-২০ মৌসুমে ট্রেবল (বুন্ডেসলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছিল বায়ার্ন। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ছয় শিরোপার সবগুলোই সেবার ঘরে তুলেছিল তারা।
২০২১ সালে বায়ার্ন ছেড়ে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেন ফ্লিক। তার হাত ধরে শুরুটা ভালো হলেও পরে পথ হারিয়ে ফেলে জার্মানরা। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দলের বিদায়ের পর প্রবল সমালোচনার মুখে পড়েন ফ্লিক। ২০২৩ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে হারের পর তাকে বরখাস্ত করা হয়।
শাভির কোচিংয়ে এই মৌসুমে লা লিগা শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় বার্সেলোনা। চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে আসর শেষ করে তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তারা হেরে যায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে তাদের বিদায় করে দেয় পিএসজি।