আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় অন্য চার বিভাগের ফরম বিতরণ করা হবে।
Published : 16 Nov 2023, 06:16 PM
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে শনিবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
সেগুলো জমা দিতে হবে মঙ্গলবার বিকাল চারটার মধ্যে। এরপর দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে কোন আসনে প্রতীক তুলে দেওয়া হবে।
৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর। তার আগেই আওয়ামী লীগকে প্রার্থী বাছাই করে ফেলতে হবে।
তফসিল ঘোষণার দিনই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, তাদের নির্বাচন পরিচালনা কমিটির সভা বসবে শুক্রবার। সেখানে মনোনয়নের বিষয়ে আলোচনা হবে।
এরপর দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
বৃহস্পতিবার দলের বিজ্ঞপ্তিতেও এই বিষয়টি নিশ্চিত করা হয়। ক্ষমতাসীন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কার্যক্রমের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগওয়ারী বুথও স্থাপন করা হয়েছে।
কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আসনগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
মনোনয়নপ্রত্যাশীর নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া, অতিরিক্ত লোকসমাগম না করা, আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসার পরামর্শও দেওয়া হয় আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে।
এই ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতীত ও বর্তমান মিলিয়ে সাংগঠনিক যে কোনো তিনটি পদের কথা উল্লেখ করতে হবে।”
কারও যদি পদ না থাকে, তাহলে কী হবে- এই প্রশ্নে তিনি বলেন, “তার যতটুকু সাংগঠনিক পরিচয় আছে, ততটুকুই তুলে ধরবে।”
এবার প্রথমবারের মতো অনলাইনেও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ। এ জন্য শুক্রবার আওয়ামী লীগের ওয়েবসাইটের ম্যানুতে একটি ট্যাব যুক্ত হবে বলে জানিয়েছেন নেতারা।
মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার বিষয়ে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একজন নেতা জানিয়েছে, যারা অনলাইনে ফরম নেবেন, তাদেরকে টাকা দিতে হবে দলের নগদ অ্যাকাউন্টে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা।