এটি হবে ‘এক দফার’ ষষ্ঠ কর্মসূচি।
Published : 13 Feb 2024, 11:25 PM
সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে আবার মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই দাবিতে বেশ কিছু কর্মসূচি শুক্রবার করা হলেও এবার তা একদিন পিছিয়ে শনিবার করা হয়েছে।
বুধবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
তিনি জানান, আগামী শনিবার দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতৃত্বে এই মিছিল বের হবে। মিছিলের রুট আর সময় পরে জানানো হবে।
বিএনপি নেতা জানান, বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলও জোট নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করবে।
এটি হবে ‘এক দফার’ ষষ্ঠ কর্মসূচি। গত ১২ জুলাই ‘এক দফা’ ঘোষণার পর ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, মিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করা হয়।
সবশেষ সর্বশেষ গত ২৪ ও ২৫ অগাস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও সমমনারা।
বিএনপির এই ‘এক দফা’ দাবিতে সরকারের পদত্যাগ ছাড়াও আছে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, নির্বাচন কমিশনের পদত্যাগ, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে নিঃশর্ত মুক্তি দান ইত্যাদি।
সংবাদ সম্মেলন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)