“শেখ হাসিনা এই দেশের মানুষের জন্য কাজ করতে আবারও ফিরে আসবেন,” বলেন শাহে আলম মুরাদ।
Published : 06 Apr 2025, 05:38 PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার সকাল ৭টার দিকে রায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
শাহে আলম মুরাদ বলেন, “অবৈধ সরকার সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে।
“আমরা ঢাকা মহানগরের নেতাকর্মীরা এই অবৈধ সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের জন্য কাজ করতে আবারও ফিরে আসবেন। আমরা মহানগর আওয়ামী লীগ মাঠে আছি, থাকব।”
ওই মিছিলের বিষয়ে প্রশ্ন করলে পল্টন থানার ওসি নাসিরুল আমিন বলেন, মিছিল থেকে কাউকে তারা আটক করেননি।
গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর ৮ অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।
তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড়ও করা হয়।