আওয়ামী লীগের পাশাপাশি তার শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদও শনি থেকে মঙ্গলবার বার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় রেখেছে।
শুক্রবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের হয়ে ভোটে অংশ নিতে হলে প্রতিটি ফরমের জন্য পাঁচ হাজার টাকা ফি জমা দিতে হবে।
৩৫-৩৬ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তাহের মিলনায়তনে গিয়ে সশরীরে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে, পাশাপাশি অনলাইনে থাকছে এই সুযোগ।
ফরম বিতরণ কার্যক্রম উদ্ধোধন করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার ফরম জমা দেওয়ার সময় শেষের দুদিন পর বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের শরিক হিসেবে ভোটে অংশ নিয়ে আসছে জাসদ। এবারও তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে তিনটি আসনে ছাড় পেয়েছিল জাসদ। তবে আরও আটটি আসনে তাদের প্রার্থী ছিল।
তবে ভোটের আগে ২০১৮ সালের ২০ নভেম্বর জাসদ ২২৪ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছিল।
প্রার্থী বাছাইয়ে জাসদের দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
মনোনয়ন বোর্ডের সভাপতি হয়েছেন দলীয় সভাপতি হাসানুল হক ইনু, সদস্য সচিব হয়েছেন শিরীন আখতার।
অন্য সদস্যরা হলেন রবিউল আলম, মোশাররফ হোসেন, আফরোজা হক রীনা. মীর হোসাইন আখতার ও নাদের চৌধুরী।
নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক করা হয়েছে মোশাররফ হোসেনকে, সদস্য সচিব করা হয়েছে মীর হোসাইন আখতারকে।
নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে রবিউল আলমকে। সদস্য হিসেবে আছেন শিরীন আখতার, অধ্যাপক ম. আনোয়ার হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু ও জিয়াউল হক মুক্তা।