যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।
Published : 13 Oct 2022, 05:38 PM
চট্টগ্রামে সমাবেশে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী যে স্লোগান তুলেছিলেন, তা বিএনপির নয় বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকার পতনের আন্দোলনের ডাক দিয়ে বিএনপি বিভাগে বিভাগে যে কর্মসূচির ঘোষণা দিয়েছে, তা বুধবার চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়।
সেই সমাবেশে বক্তব্য দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের। তিনি বক্তব্য দেওয়ার পর ‘নারায়ে তাকবির’ স্লোগান তোলেন।
হুম্মামের স্লোগান নিয়ে রাজনৈতিক অঙ্গন এবং সোশাল মিডিয়ায় আলোচনার মধ্যে বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এলে সাংবাদিকরা প্রশ্ন করেন আমীর খসরুকে।
জবাবে তিনি বলেন, “এগুলো তার (হুম্মাম) ব্যক্তিগত বক্তব্য। এটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। এটা বিএনপির রাজনীতির অংশ নয়।”
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু বন্দর নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে গণ-সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক শাহাদাত হোসেনও ছিলেন।
সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া আসন থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হলে সালাউদ্দিন কাদেরও গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হন। বিচারে তার মৃত্যুদণ্ডের রায় হলে তা কার্যকর হয় ২০১৫ সালে।
এরপর বিএনপির কাউন্সিলে তার ছেলে হুম্মাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেও তাতে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় দেখা যায়নি এতদিন।
তবে বুধবার চট্টগ্রামের সমাবেশে হুম্মামের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি কর্মীরা অংশ নিয়েছিল।