পেশাজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক

দলের কর্মকৌশল ঠিক করতে বিভিন্ন স্তরের নেতাদের মতামত নেওয়ার অংশ হিসেবে এবার পেশাজীবী নেতাদের সঙ্গে কথা বললেন বিএনপির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2021, 02:14 PM
Updated : 8 Oct 2021, 02:14 PM

শুক্রবার দলের নীতিনির্ধারকরা বিকাল ৪টা থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত এ বৈঠক করেন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান।

বৈঠকে আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

এদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চিকিৎসক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক হারুন আল রশীদ, অধ্যাপক আব্দুস সালাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন পেশার নেতারা।

গত ১৪ সেপ্টেম্বর থেকে সিরিজ বৈঠকের কর্মসূচি শুরু করেছে বিএনপি।

বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে দলের ভাইস চেয়ারপারসন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলীসহ নির্বাহী কমিটি সদস্যরা এসব বৈঠকে অংশ নিয়ে তাদের মতামত দেন।

পরে দলের অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির হাই কমান্ড।

সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন তারা।