“আপনারা অ্যাকটিভ হবেন ‘ভারতীয় সম্প্রসারণবাদের’ বিরুদ্ধে লড়াই করার জন্য”, বলেন তিনি।
Published : 01 Nov 2024, 08:00 PM
বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের দাবি করা ‘ভুল’ হচ্ছে বলে মনে করেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
নির্বাচনের দাবিতে খুব বেশি সক্রিয় না হয়ে তার ভাষায় ‘ভারতীয় সম্প্রসারণবাদের’ বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন তিনি।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখছিলেন মাহমুদুর রহমান।
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, “এখনই নির্বাচনের জন্য পাগল হয়ে যাবেন না আপনারা কেউই। ফলে যারা নির্বাচনের কথা বলছেন, আর যারা বলছেন ‘নির্বাচনের দেরি আছে’, তারাও মনে হচ্ছে রাজনৈতিকভাবে বেশি অ্যাকটিভ হয়ে যাচ্ছেন। এত অ্যাকটিভ হওয়ার দরকার নেই।
“আপনারা অ্যাকটিভ হবেন ‘ভারতীয় সম্প্রসারণবাদের’ বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু আপনারা দলীয় লক্ষ্য নিয়ে অ্যাকটিভ হচ্ছেন। এটা ‘ভুল হচ্ছে’, আমি সবাইকে বলি।… এখনও ইলেকশন চিন্তা করার সময় আসে নাই। তাদের উচিত ঐক্যবদ্ধভাবে এই বিজয়টাকে সংহত করা, বিজয়টাকে নিশ্চিত করা।”
৬ ডিসেম্বর চট্টগ্রামে বড় জমায়েতের পরামর্শ
১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতে বাবরি মসজিদ ভাঙার স্মরণে চট্টগ্রামে জমায়েতের আহ্বানও করেন মাহমুদুর রহমান।
তিনি বলেন, “আপনারা পৃথিবীকে দেখিয়ে দেন, দুনিয়াতে সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি আক্রমণ চলছে ভারতে। এটা যদি আপনারা দেখাতে পারেন, এক লাখ লোক যদি ঢাকা চট্টগ্রামে রাস্তায় নেমে দেখাতে পারেন, আমি নিশ্চিত ইসকন পালিয়ে যাবে।
“আপনাদের দরকার নেই ইসকনের সাথে মারামারি করার। আপনারা শুধু আপনাদের ক্ষমতাটা দেখান। এবং আপনারা যে ঐক্যবদ্ধ আছেন, এটা দেখান।”
হিন্দুদের বাড়িতে আক্রমণ ‘অত্যন্ত কম হয়েছে’ মত দিয়ে মাহমুদুর বলেন, “ইসকনের যে জনসভাগুলো দেখছেন, এই জনসভাগুলোতে ছাত্রলীগ, যুবলীগের বহু মুসলমান লোকজন জড়িত। আপনি হয়ত দেখবেন, শতকরা মাত্র ২০ শতাংশ হিন্দু। ৮০ শতাংশ ছাত্রলীগ ও যুবলীগের মুসলমান সদস্যরা এর মধ্যে আছে।
“আপনাদেরও জনসভা করা উচিত ছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমন্বয়কদের বলছি, তাদের রাজপথ ছাড়া উচিত হয়নি। এ কারণে যে, আমাদের লড়াই এখনো সমাপ্ত হয় নাই। ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান আছে। যতদিন চলমান আছে ততদিন আপনারা রাজপথ ছাড়বেন না।”
সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এর সভাপতিত্বে মত বিনিময়ে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আরিফও।