গুলশানে প্লটের তথ্য গোপন করে নতুন প্লট নেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলায়।
Published : 01 Dec 2024, 08:28 PM
মিথ্যা হলফনামায় রাজউকের প্লট নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।
‘অভিযোগ প্রমাণিত না হওয়ায়’ ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রোববার তাকে খালাস দেন। রায় ঘোষণার সময় হাফিজ ইব্রাহীম আদালতে উপস্থিত ছিলেন।
ভোলা-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি হয় ২০১৭ সালের ১৩ মার্চ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এ মামলায় বাদী।
মামলার অভিযোগে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে ২০০৪ সালের ২৫ জানুয়ারি গুলশান ও বনানী আবাসিক এলাকায় প্লটের জন্য রাজউকে আবেদন করেন হাফিজ ইব্রাহিম। আবেদনের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি বলেন, ঢাকায় রাজউকের আওতাধীন এলাকায় তার নিজের কিংবা পরিবারের সদস্যদের নামে কোনো আবাসিক প্লট নেই।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক ২০০৫ সালের ৮ মে তার নামে বনানী আবাসিক এলাকায় একটি প্লটের সাময়িক বরাদ্দপত্র দেয়।
মামলায় বলা হয়, ওই বছরের ২৭ ডিসেম্বর রাজউক তার নামে প্লটের একটি লিজ দলিল সম্পাদন করে। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, হাফিজ ইব্রাহিমের নামে গুলশানের দুটি এলাকায় ৭ কাঠা জমি রয়েছে।