সাত মামলার সবগুলোতে স্বপনের জামিন

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ২ নভেম্বর স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2024, 04:59 PM
Updated : 28 Feb 2024, 04:59 PM

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ও পুলিশের পিস্তল ছিনতাইসহ সাতটি মামলার সবগুলোতে জামিন পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তিনটি মামলায় তাকে জামিন দেয়।

স্বপনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সাতটি মামলায় তার মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এর মধ্যে চারটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। বাকি তিনটিতেও জামিন হয়ে যাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ২ নভেম্বর স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে রমনা থানায় করা মামলায় ছয় দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

স্বপনের বিরুদ্ধে রমনা থানায় দুটি এবং পল্টন থানায় পাঁচটি মামলা করা হয়।