ওলামা লীগকে কাছে টানছে আওয়ামী লীগ

ওলামা লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই- এক সময় বলতেন আওয়ামী লীগ নেতারা। এখন তাদের বক্তব্য ঘুরে যাচ্ছে।

কাজী মোবারক হোসেনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 10:45 AM
Updated : 20 May 2023, 10:45 AM

নামের আগে ‘আওয়ামী’, পরে ‘লীগ’ শব্দটি থাকলেও এতদিন ধরে আওয়ামী ওলামা লীগের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করে আসছিলেন আওয়ামী লীগের শীর্ষনেতারা।

তবে আওয়ামী লীগের সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছে। নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত সংগঠনটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি।

শনিবার ওলামা লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ওলামা লীগকে শেখ হাসিনার পরীক্ষিত সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”

ওলামা লীগ কি সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “সেটা নেত্রী ঠিক করবেন।”

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওলামা লীগের প্রথম এই সম্মেলনে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপও ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে গোলাপ বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।”

প্রায় তিন দশক ধরে সক্রিয় ওলামা লীগ বরাবরই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের মতো আওয়ামী লীগর সহযোগী সংগঠনের মর্যাদা চেয়ে আসছে। তা না পেলে অন্তত স্বাধীনতা চিকিৎসক পরিষদের মতো ‘সমমনা’ সংগঠনের স্বীকৃতিও তাদের চাওয়া।

Also Read: মহামারী অস্বীকার করে ওলামা লীগের ‘আইন বহির্ভূত’ বক্তব্য

Also Read: বিপিএল নিষিদ্ধের দাবি ওলামা লীগের

Also Read: ওলামা লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান আওয়ামী লীগের

তবে ‘পহেলা বৈশাখকে ইসলামবিরোধী ও অনৈসলামিক আখ্যায়িত’ করে বিবৃতি দেওয়ার মতো নানা ঘটনা ঘটিয়ে অস্বস্তিকর অবস্থা তৈরির কারণে সংগঠনটি থেকে দূরত্ব বজায় রাখছিল আওয়ামী লীগ।

২০১৯ সালে বিপিএল নিষিদ্ধ এবং বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলের দাবি তোলার পর ওলামা লীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। দলের হয়ে তখন বিবৃতিটি এসেছিল তৎকালীন দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের মাধ্যমেই।

গোলাপ শনিবার ওলামা লীগের সম্মেলন বলেন, “এতদিন ওলামা লীগ বিভিন্ন ধারায় চলেছে, বিতর্কিতভাবে চলেছে। আওয়ামী লীগ এক কথা বলছে, পেছন থেকে অন্য কথা বলেছেন। বিরোধী কথাবার্তা বলা যাবে না। শেখ হাসিনার সরকার যে কথা বলবে, তার সঙ্গে মিলিয়ে আপনাদের কথা বলতে হবে।”

সরকারবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে ওলামা লীগকে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যায়, এটা নিয়ে বিএনপি-জামায়াত কাজ করছে। চোখ কান খোলা রেখে রাজপথে থাকতে হবে। কোনো ষড়যন্ত্র যাতে শেখ হাসিনার সরকারকে হটাতে না পারে, সেই জন্য সতর্ক থাকতে হবে।”

২০২০ সালের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে যখন মসজিদে সামাজিক দূরত্বের বিধি মেনে সীমিত পরিসরে জামাত আয়োজনের যে নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন দিয়েছিল, তাকে ‘কুফুরি মতবাদ’ আখ্যায়িত করে ওলামা লীগ মানববন্ধন করেছিল।

তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, “করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এ ধরনের অপপ্রচার আইন বহির্ভূত।”

তখন সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেছিলেন, “আমরা বহু আগে বলে দিয়েছি, ওলামা লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এদের সঙ্গে আমাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।”

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সেই অবস্থান পরিবর্তনের বক্তব্য এল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছ থেকে।

শনিবারের সম্মেলনে তিনি বলেন, “যারা রাজপথের আন্দোলনে ছিল। পুলিশের আক্রমণের মুখেও রাজপথ ছাড়েননি এবং নেত্রীর নির্দেশ অমান্য করেননি... দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তারা সম্মেলনের মাধ্যমে সংগঠিত হবে। সময় লেগেছে, তবে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে এই সম্মেলন হচ্ছে।”

নানা সময়ে নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে মারামারিতেও জড়াতে দেখা গিয়েছিল ওলামা লীগের নেতাদের।

সেই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের বলেন, “দলাদলি করবেন না, বদনাম কামাবেন না। ওলামা লীগের নামে চাঁদাবাজি করবেন না। বদনাম যেন না হয়।

“প্রোগ্রাম করবেন, পয়সা না থাকলে আমাকে বলবেন। নেত্রীকে আমি বলবো, আপনাদের খরচ যেটা প্রয়োজনীয় সেটা নেত্রীই বহন করবে। কিন্তু আপনারা চাঁদাবাজি করে দুর্নাম কামাবেন না।”

“আমরা ওলামা লীগকে একটি সুশৃঙ্খল, সুসংগঠিত নীতি-আদর্শের প্রতি অনুগত বঙ্গবন্ধুর সত্যিকারের সৈনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”

বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মেলনে কমিটির ঘোষণা সাধারণত আসে ওবায়দুল কাদেরের কাছ থেকে। ওলামী লীগের কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “যেহেতু প্রথম সম্মেলন সেজন্য কতজনকে নিয়ে কমিটি হবে, কীভাবে কমিটি পরিচালিত হবে... আমাদের একটা রাজনীতি আছে, সেই রাজনৈতিক আদর্শের প্রতিফলন থাকবে, গঠনতন্ত্রও থাকতে হবে।

“নেতা-কর্মীদের আশা ও বাস্তবতার প্রতিফলন ঘটিয়ে একটি সুন্দর কমিটি কীভাবে আওয়ামী ওলামা লীগকে উপহার দেওয়া যায়, সেই ব্যাপারে সিনিয়র কয়েকজনের সঙ্গে আলোচনা করে একটি প্রস্তাব নিয়ে আমি নেত্রীর সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়ন করব।”