কেন্দ্রীয় শহীদ মিনার ছ্ড়াও বায়তুল মোকারর মসজিদের দক্ষিণ গেইট, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
Published : 15 Aug 2024, 01:07 PM
ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের নেতাদের ‘গণহত্যার’ অভিযোগে বিচারের দাবিতে রাজধানীর কয়েক জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ছ্ড়াও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
নয়া পল্টনে দুপুরের সমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও নেতা-কর্মী জড়ো হয়েছেন। এই সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের কর্মসূচির নেতৃত্বে আছেন মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
তিনি বলেন, “আজকে আমাদের এটি ঘোষিত কর্মসূচি। ঢাকাসহ সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এই কর্মসূচি পালন করছে। আমাদের দাবি একটাই। তা হচ্ছে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচার করা। এরা বাংলাদেশে নৃশংস গণহত্যা ঘটিয়েছে।”
গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া যুব দলের শতাধিক নেতা-কর্মী ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘খুনি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মী শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দেয়। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা এবং বিএনপির পতাকা ছিল।
এছাড়া মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, কাপ্তান বাজারসহ রাজধানীর বিভিন্ন সড়কে বিএনপি মহানগর, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিল করেছে।