১০ লাখ টাকা সহায়তা করতে চেয়েছিল কোম্পানিটি, যেটির ব্যবস্থাপনা পরিচালক বিএনপি থেকে বহিষ্কৃত একরামুজ্জামান।
Published : 04 Sep 2024, 01:15 AM
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আর কে সিরামিকের অর্থ সহযোগিতা ফিরিয়ে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি, যেটির অংশীদার দল থেকে বহিষ্কৃত নেতা এসএকে একরামুজ্জামান।
মঙ্গলবার দলের প্যাডে ত্রাণ কমিটির সদস্য সচিব আবদুস সালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর কে সিরামিক বিএনপির কেন্দ্রীয় এাণ সংগ্রহ তহবিলে ১০ লাখ টাকা প্রদান করতে এসেছিলে, যা নেওয়া হয়নি।
আর কে সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি থেকে বহিষ্কৃত এসএকে একরামুজ্জামান। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সেই নির্বাচনে অংশ নেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
কমিটির সদস্যরা বলেন, বিভিন্ন অভিযোগে যেসব নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন তাদের কোনো সহযোগিতা ত্রাণ সংগ্রহ কমিটি গ্রহণ করছে না।