আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল, যা নাকচ করে দিয়েছে আদালত।
Published : 19 Jul 2023, 09:34 PM
ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুই মামলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলেন- মো. দুলাল, মোহাম্মদ আরজু, মনির ওরফে কসাই মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন ওরফে শুভ, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূঁইয়া, রাসেল, আবু সালেহ ওরফে এটিএম ওলিউল হাসনাত, মোহাম্মদ আলী, মনির হোসেন, বিপ্লব দেওয়ান।
বুধবার তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে দারুস সালাম থানা পুলিশ। একই সময়ে আসামিপক্ষ তাদের জামিন চেয়ে আবেদন করে।
জামিন আবেদনে বলা হয়, তারা ‘গণগ্রেপ্তারের’ শিকার। ভাঙচুর বা অগ্নিসংযোগ তারা ‘করেননি’।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে দারুসসালাম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আল মামুন জানান।
পূর্বঘোষিত দলীয় পদযাত্রায় যোগ দিতে মঙ্গলবার বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে দুপুর পৌনে ১২টার দিকে কলেজের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়; এ সময় বিএনপি নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে পুড়িয়ে দেন।
এ ঘটনায় রাতেই কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন ও স্টাফ মো. মহিদুর রহমান দারুস সালাম থানায় আলাদা দুটি মামলা করেন।
বিএনপির পদযাত্রা: বাঙলা কলেজের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ১৮