মামলা দুটিতে ২২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচশজনকে আসামি করা হয়েছে।
Published : 19 Jul 2023, 05:59 PM
বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে মারামারির ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে, যাতে গ্রেপ্তারও করা হয়েছে ১৮ জনকে।
বুধবার বাঙলা কলেজের এক শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ দারুস সালাম থানায় মামলা দুটি করেছেন।
থানার ওসি আমিনুল বাসার জানান, দুই মামলায় গ্রেপ্তার ১৮ জনকে রিমান্ডে এনে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হবে।
মামলার একটিতে ১২০ জনের নাম এবং আরেকটিতে ১০৭ জনের নাম উল্লেখসহ দুই মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচশত জনকে আসামি করা হয়েছে।
মামলায় স্থানীয় থানা ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে আসামি করা হয়।
বাঙলা কলেজের শিক্ষার্থী রুবেল হোসেনের করা মামলায় মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং দলবদ্ধভাবে লাঠিসোটা হাতে কলেজ শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্য হামলা করে আহত করার অভিযোগ আনা হয়েছে। বিএনপির পদযাত্রার সময় কলেজের সামনে যে মোটরসাইকেলটি পুড়িয়ে ফেলা হয় সেটি রুবেল হোসেনের।
এজাহারে তার অভিযোগ, বিএনপির পদযাত্রা যাওয়ার সময় তাকেসহ তোফাজ্জল হোসেন পলাশ, সোহাগ, নাসির, ইসরাতের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে নাসির ও তোফাজ্জল আহত হন।
এছাড়া কলেজের প্রশাসন বিভাগের কর্মচারী মহিদুর রহমানের করা মামলায় কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ, কর্মচারীর সাইকেল, কলেজের বিভিন্ন ভবনে দরজা-জানালার কাঁচ ভাংচুরসহ সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।
এক দফা দাবি আদায়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা মিরপুর হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে যাওয়ার সময় বাঙলা কলেজ এলাকায় পৌঁছালে পেছনের অংশে বিশৃঙ্খলা বেঁধে যায়।
পদযাত্রা ওই এলাকা পার হওয়ার সময় বাঙলা কলেজের ভেতর থেকে ঢিল ছোড়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়। তাতে কয়েকজন আহত হন। উভয় পক্ষের মধ্য ধাওয়া-ধাওয়ি এবং ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে।