সাক্ষাতে অগাস্ট পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংর্শ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়, বলছে জামায়াত।
Published : 10 Mar 2025, 08:45 PM
যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার তাদের সাক্ষাৎ হয় বলে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বিশেষ করে অগাস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।”
জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন।
উইলিয়াম বি মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। আর জন ড্যানিলোভিচ ২০০৭ থেকে ২০১১ সময়ে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক কাউন্সেলর এবং কিছুদিন ডেপুটি চিফ অব মিশন ছিলেন।
এর আগে বৃহস্পতিবার তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তার আগের দিন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন-
দলগুলো অল্প সংস্কারে রাজি হলে নির্বাচন ডিসেম্বরে: প্রধান উপদেষ্টা