“উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ ট্রাইব্যুনালে বিচারের বিষয় জানার জন্য এসেছিলেন।”
Published : 05 Mar 2025, 07:15 PM
ঢাকায় সাবেক দুই মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।
বুধবার তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন এবং ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
ট্রাইব্যুনালের কৌঁসুলি বিএম সুলতান মাহমুদ বলেন, প্রায় সোয়া এক ঘণ্টা তারা ট্রাইব্যুনালে ছিলেন।
এ সময় প্রধান কৌঁসুলির বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
পরে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ ট্রাইব্যুনালে বিচারের বিষয় জানার জন্য এসেছিলেন। জুলাই-অগাস্টে যে গণহত্যা হয়েছে এবং গত ১৫ বছরে গুম-খুনের বিষয়ে জানতে চেয়েছেন।
“তারা আমাদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তাদের পক্ষে যতটা সম্ভব এই মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সহযোগিতা করবেন। তাদের দিক থেকে যা পরামর্শ প্রয়োজন তা তারা দিবেন।”
তাজুল ইসলাম আরও বলেন, “প্রতিনিধিরা বলেছেন, তারা কারও পক্ষে নন, তবে তারা চান মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হোক।
“বিশেষ করে জুলাই-অগাস্টে বা বিগত সরকারের আমলে যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, তারা মনে করেন বাংলাদেশ সরকারের উচিত এর সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এমন অপরাধ আর সংগঠিত না হয় তা নিশ্চিত করা।
উইলিয়াম বি মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। আর জন ড্যানিলোভিচ ২০০৭ থেকে ২০১১ সময়ে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক কাউন্সেলর এবং কিছুদিন ডেপুটি চিফ অব মিশন ছিলেন।