হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের কেবিনের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
Published : 24 Dec 2023, 07:56 PM
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে দু্ই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আগের দিন গ্রেপ্তার সুজন নামের এ যুবককে রোববার আদালতে তোলার পর দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থাপনের পর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনের আশপাশে সন্দেহজনকভাবে ঘুরছিলেন এ ব্যক্তি। পরে কেবিনে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে। তিনি বেকার।
এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে তা বিস্ময়কর।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ দফায় গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনও চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।