পটুয়াখালী-১ উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আফজাল

এ আসনে নৌকার প্রার্থী হিসেবে দলের সাংগঠনিক সম্পাদক আফজালকে বেছে নেয় আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 02:54 PM
Updated : 9 Nov 2023, 02:54 PM

আগামী সংসদ নির্বাচনের ক্ষণগণনার মধ্যে পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আফজাল হোসেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

তিনি বলেন, "একক প্রার্থী হওয়ায় নির্বাচিত ঘোষণা করে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।"

ইসি সচিবালয় তা গেজেট করার পর সংসদ সচিবালয় শপথের ব্যবস্থা করবে বলে জানান তিনি।

Also Read: পটুয়াখালী ১ উপনির্বাচনে নৌকার প্রার্থী আফজাল

এ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যান।

পরে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে আগামী ২৬ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে নৌকার প্রার্থী হিসেবে দলের সাংগঠনিক সম্পাদক আফজালকে বেছে নেয় আওয়ামী লীগ। পরে একক প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।